মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

বরিশাল

ছ-বি বরিশাল বরিশালদক্ষিণ-পশ্চিম বাংলাদেশেরএকটি শহর। এটি বরিশাল জেলায় অবস্থিত, এবং বরিশাল বিভাগেরসদর দপ্তর। এটি বাংলাদেশ-এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশষ্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। একে বাংলার 'ভেনিস' বলা হয়। বরিশাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর।বরিশাল'' মেট্রোপলিটন শহর প্রাচীন নাম চন্দ্রদ্বীপ স্থানাঙ্ক: ২২°৪৮′০″ উত্তর ৯০°৩০′০″ পূর্ব / ২২.৮০০০০° উত্তর ৯০.৫০০০০° পূর্ব প্রতিষ্ঠা১৮০১ (বাকেরগঞ্জ হতে বরিশাল) শহরের মর্যাদা প্রাপ্তি১৯৯৩ আয়তন • মেট্রোপলিটন শহর � জনসংখ্যা(২০১১)সালের আদমশুমারি অনুযায়ী • ঘনত্ব ১০,৫৭৮ সময় অঞ্চল BST( ইউটিসি+৬) Postal code৮২০০ জিডিপি(২০০৫)$000 কলিং কোড০৪৩১ ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট বরিশাল বিভাগ বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৯৯৩সালে। ৬ জেলা নিয়ে বরিশাল বিভাগসৃষ্টি হয়। জেলাগুলো হলো বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুরও ভোলা। ২০০০সালে বরিশাল সিটি কর্পোরেশনপ্রতিষ্ঠিত হয়। ভৌগোলিক সীমারেখা বরিশাল জেলা ২১ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ ডিগ্রি থেকে ৯১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।বরিশাল শহর এর আয়তন ১৯.৯৯ বগঁ/কিঃ।বিভাগের আওতায় আছে ৬টি জেলা, ৩৮টি থানা, ৩২৩টি ইউনিয়ন, ৩২৩৭টি গ্রাম, ১১টি পৌরসভা। জনসংখ্যা বরিশাল মেট্রোপলিটন শহরে বসবাসরত জনসংখ্যা ২১০,৩৭৪ জন। মহানগরীয় অঞ্চলে বসবাসরত জনসংখ্যা ৩,৮৫৩,০৯৩ জন। মোট জনসংখ্যার ৫৩.২৮% পুরুষ এবং নারী ৪৬.৭২%। ধর্মীয় জনগোষ্ঠীর উপর ভিত্তি করে মোট জনসংখ্যা এবং উপাসনালয় সংখ্যা •বরিশালের মোট জনসংখ্যার ৯০.৬৪% মুসলিম, ৮.৩৮% হিন্দু, খ্রিষ্টান ০.৯৮% •মসজিদ এর সংখ্যা ১৫০, চার্চ এর সংখ্যা ৫, মন্দিরের সংখ্যা ২০০-র উপর চিত্তাকর্ষক স্থান এবাদুল্লাহ মসজিদ, অশ্বিনীকুমার টাউনহল, দুর্গাসাগর দিঘী, মুকুন্দ দাসের কালিবাড়ী , বিবির পুকুর পাড়, গুঠিয়া মসজিদ, মাহিলারা মঠ, ৩০ গোডাউন, বিআইউটিএ এর মাঠ, বেলস্ পার্ক, পরেশ সাগর দীঘি,চাখার শেরে বাংলা যাদুঘর,গাজি-কালু মসজিদ বড়াকোঠা। শিক্ষা প্রতিষ্ঠান
•বিশ্ব বিদ্যালয়-১ টি •সরকারী কলেজ-১৮টি •বেসরকারি কলেজ ৬২টি •মাধ্যমিক বিদ্যালয়-১০৬১টি •সরকারী বিদ্যালয়-৩২৯৮টি •বেসরকারী প্রথমিক বিদ্যালয়-৮২৯ টি •মাদ্রাসা-১০০১ টি •মেডিকেল কলেজ-১টি, শেরেবাংলা মেডিকেল কলেজ •ক্যাডেট কলেজ-১টি, বরিশাল ক্যাডেট কলেজ •পলিটেকনিক ইনস্টিটিউট-২টি •বেসরকারি পলিটেকনিক
ইনস্টিটিউট-৫টি ... ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট , বরিশাল । •বরিশাল বিশ্ববিদ্যালয়-১টি •বিখ্যাত স্কুলঃ বরিশাল জিলা স্কুল উদয়ন স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল(বি,কে মাধমিক বিদ্যালয়) হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রজমোহন বিদ্যালয় •বিখ্যাত কলেজঃ সরকারী ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ, অমৃতলাল দে মহাবিদ্যালয়, সরকারী বরিশাল কলেজপ্রকাশনা স্থানীয়ভাবে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং সাময়িকীর তালিকা
•দৈনিক দক্ষিণাঞ্চল •দৈনিক পল্লী অঞ্চল •দৈনিক শাহনামা •দৈনিক বাংলার বনে •দৈনিক আজকের বার্তা •দৈনিক আজকের পরিবর্তন •দৈনিক মতবাদ •দৈনিক সত্য সংবাদ •দৈনিক বরিশাল বার্তা •দৈনিক ভোরের অঙ্গিকার •দৈনিক বরিশাল প্রতিদিন •দৈনিক বিপ্লবী বাংলাদেশ •দৈনিক আজকের বরিশাল •দৈনিক বরিশালের ভোরের আলো •দৈনিক বরিশালের আজকাল •দৈনিক কলমের কণ্ঠ সাপ্তাহিকীর / সাময়িকীর তালিকা •বাকেরগঞ্জপরিক্রমা •চিরন্তন বাংলা •উপকূল •গৌরনদী পরিক্রমা •সাপ্তাহিক খাদেম
বিঃদ্রঃ এখান থেকেই উইকিপিডিয়ায় তথ্য দেয়া ।

বাকেরগঞ্জ

ছ-বি
বাকেরগঞ্জ উপজেলা
-জেলা বরিশাল বিভাগ -বরিশাল জেলা
স্থানাঙ্ক ২২°৩৩′০০″ উত্তর ৯০°২০′২০″ পূর্ব / ২২.৫৫০০° উত্তর ৯০.৩৩৮৯° পূর্ব আয়তন৪১৭.২ বর্গকিমি
সময় স্থান বিএসটি( ইউটিসি+৬)
জনসংখ্যা( 1991) - ঘনত্ব336706 - ৮০৭ বর্গকিমি
মানচিত্র সংযোগ: Official Map of the Bakerganj Upazila বাকেরগঞ্জ বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা। অবস্থান বাকেরগঞ্জ উপজেলার অবস্থান ২২°২৯'উত্তর অক্ষাংশ এবং ৯০°১২' -৯০°৩৩' দ্রাঘিমাংশের মধ্যে। বরিশাল প্রশাসনিক এলাকা বাকেরগঞ্জের ইউনিয়ন সমূহঃ-
•ভরপাশা। •নলুয়া। •দুধল। •গারুরীয়া। •রংগশ্রী। •পাদ্রীশিবপুর। •কবাই। •কলসকাঠী। •নিয়ামতি। •ফরিদপুর। •দূর্গাপাশা। •চরামদ্দি। •চরাদী। •দাড়িয়াল।
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত ২,৫৫৭,৩০
শিক্ষা
শিক্ষার হার ৪০%
অর্থনীতি
১০%
বিবিধ
বাকেরগঞ্জ উপজেলার প্রায় ৮০ভাগের পেশাই চাষাবাদ। এই উপজেলার প্রায় ৮০ ভাগই ইসলাম ধর্ম অনুসারি। বাকি ২০ভাগ হিন্দু এবং খ্রীষ্টান। এই উপজেলায় ১টি সরকারি কলেজ রয়েছে । বাকেরগঞ্জ সরকারী কলেজ
আরও দেখুন বহিঃসংযোগ:
[বাকেরগঞ্জ সম্বন্ধে সরকারী তথ্যাবলি] বিঃদ্রঃ-এখান থেকেই উইকিপিডিয়াতে তথ্য দেয়া হয়েছে ।